শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:১৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগি দোসরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ। একইসাথে গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।
সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট পল্টন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের পিপি শাহাদাত হোসেন, সদর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন,জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য বেলাল হোসেন সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক, উপজেলা সাবেক সদস্য সচিব মামুন’সহ উপজেলার বিভিন্ন নেতৃবন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সাড়ে পনের বছরে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। বিএনপি’সহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। যারা গণতন্ত্রের কথা বলেছেন, তাদের গলা টিপে ধরেছে স্বৈরাচার ও তার দোসরা। দেশে গণহত্যা চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতা হত্যা করেছে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন অনেকেই। আর এসব হত্যাকাণ্ড, গুম শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। তাই এসব ঘটনায় জড়িত ও নেতৃত্বদানকারী শেখ হাসিনা এবং তার দোসরদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে অতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলানোর আহবান জানান।
বক্তারা নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের দলের মধ্যে কোনো প্রকার বিবাজন সৃষ্টি করা যাবে না। শেখ হাসিনা গণহত্যা চালিয়ে, দেশ লুটপাট করে পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়েগেছে, দেশের প্রতিটি পাড়া মহল্লায় তারা এখনও ষড়যন্ত্র করছে। সুযোগ বুঝে দেশকে আবারও তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।