ঢাকা ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৯

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৯

চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন রোগী।

ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুই জন হলেন- ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুই জনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।

সোমবারের (১৮ নভেম্বর) সিভিল কার্যালয়ের তথ্যনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এ বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম,ডেঙ্গু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত