ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চাঁদপুর ও হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর ও হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ও হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের ১৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যরা হলেন,-নাঈম শুভ (১৯), রনি ছৈয়াল (১৮), মনির হোসেন (১৮) রাজিব মাঝি (১৯), মো. রবিন (১৮), ফয়সাল বেপারী (১৮), রাহুল ঢালী (১৮) ও শাওন আহাম্মদ (১৯)। এদের বাড়ী শহরের পুরান বাজার মধ্য শ্রীরামদী এলাকায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশে শহরের পুরাণ বাজার থানার একটি চৌকস পুলিশ দল অভিযান পরিচালনা করে। এ সময় পুরান বাজার মধুসুধন স্কুল মাঠ সংলগগ্ন পৌরসভার পুরাতন কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

অপরদিকে,হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে-৯ জনকে আটক করা হয়েছে।

হাজীগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে গঠিত টিম পৌরসভা এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে বুধবার (২০ নভেম্বর) রাত পর্যন্ত ৯ জনকে আটক করে।

জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠণ করেছে এবং সোমবার থেকেই গঠিত টিম তাদের কার্যক্রম শুরু করেছে।

চাঁদপুর,কিশোর গ্যাং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত