ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভোলায় পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু 

ভোলায় পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু 

ভোলার বোরহানউদ্দিন ও লালমোহনে পৃথক ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে কলা বাগান থেকে ইসরাক হোসেন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুতুবা ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। ইসরাক হোসেন একই এলাকার সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে।

ইশরাক হোসেনের মামা নয়ন জানান, সকাল ৯টা থেকে ভাগনেকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, একটি শিশুর মরদেহ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত চলছে। পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান।

এছাড়াও লালমোহনে অটোর ধাক্কায় ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার হরিগঞ্জ বাজার এলাকায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু সিফাত (৭) নিহত হয়। শিশু সিফাত ওই এলাকার টিটব হাওলাদারের ছেলে। সিফাতের স্বজনরা জানান, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যাওয়ায় সামনের দিক থেকে বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও একই দিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সুবর্ণা নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু উপজেলার কালমা ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. শরীফের মেয়ে। সুবর্ণা কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। তার স্বজনরা তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার শ্রাবন্তী দাস।

শিশু,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত