ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার

মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় গন্তব্যে পৌঁছাতে আড়াই ঘণ্টা পার

চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে নিয়মিত চলাচলকারী ৭৩০আপ আন্ত:নগর মেঘনা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটির ১৮টি বর্গির প্রায় শতাধিক যাত্রী নিয়ে চট্রগ্রামে আড়াই ঘন্টা বিলম্বে পৌছে।

এতে করে ট্রেনে থাকা শত শত যাত্রী চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৫টায় চাঁদপুর স্টেশন থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। মূল স্টেশন থেকে দেড় কিলোমিটার পথ চলার পর চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন।

এতে দেড় ঘণ্টা চেষ্টার পর বিকল ইঞ্জিন চালু করে আবারও যাত্রা করে। একপর্যায়ে হাজীগঞ্জ স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর তা আবারও বিকল হয়ে যায়।

চাঁদপুর স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, সকাল ১০টায় লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে পরে ট্রেনটি চট্টগ্রামের পথে রওয়ানা করে। ট্রেনের চালক মাহবুব আলম জানান, কয়েক ঘণ্টা বিলম্ব হলেও এখন নিরাপদে চট্টগ্রাম স্টেশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস।

ট্রেনের পরিচালক লিটন জানান, প্রায় আড়াইশ যাত্রী ছিলেন এতে।

১৯৮৫ সালে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে যাত্রা শুরু করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। প্রতিদিন ভোর ৫টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে ৯টায়। তবে অনেক পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে লক্কর ঝক্কর গতিতেই চলছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। এটি সংস্কারের জন্য দীর্ঘদিনের দাবি থাকলেও কার্যত কোনো উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত