‘স্বাধীন বাংলাদেশে নতুন করে আর চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না’
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ১৬:৪০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশে নতুন করে আর চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান।
শনিবার (২৩ নভেম্বর) সকালে মাইজদী হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জরুরি আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে এইসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, নায়েবে আমির সাইয়েদ আহমেদ, নিজাম উদ্দিন ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মিজানুল হক মামুন, যুব বিভাগের সভাপতি আসাদুল্লাহ আলমগীর।
এই সময় প্রধান অতিথি আগামী ২০২৪-২৬ এই দুই বছরের জন্য জেলা কমিটি ঘোষণাসহ কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
বক্তব্যে অতিথিরা বলেন, দেশের কল্যানে বিভিন্ন শ্রেনী পেশাজীবি অংশগ্রহনে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এইদেশের মানুষ এখন ইসলামের পক্ষে কথা বলে। বিগত সরকার তো পালিয়েছে সেই সাথে তাদের নির্বাচন ও চলে গেছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে। ইসলামের নামে ফ্যাসিস্ট সরকার মজা করেছে, জাতিকে ধোকা দিয়েছে। যে শ্রমিকদের কল্যানে আজ সভ্যতার পরিবর্তন তারা আজ নির্যাতিত ও অবহেলিত। তাই তাদের কল্যানে কাজ আহবান জানান তারা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।