রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ৩৬ বছর পথচলায় শিশু-কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় চাঁদপুর সরকারি কলেজের শহীদ মিনার বেদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসিন উদ্দিন। এসময় তিনি বলেন, আমাদের প্রজন্মের মাঝে দেশ প্রেম জাগিয়ে তুলতে হবে। আজকে যে শিশু শহীদ মিনার স্মৃতি সৌধ আঁকছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি আঁকছে। ছবি আঁকার বিষয়টি শিশুদের মাঝে দেশ প্রেম জাগ্রত করবে। সকল কিছু রাষ্ট্র করে দিতে তা কিন্তু নয়। আমাদের প্রতিটি মানুষের বিশেষ করে প্রতিটি সংগঠনের সমাজের শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেবার কাজ করে যেতে হবে। আমি রংতুলির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এ জন্য যে ওনারা শিশুদের প্রতিভা বিকাশে এ সুন্দর ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করেছেন। এখান থেকেই প্রত্যিথা শিল্পী তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।
অবিভাবক ও শিশুদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আরও বলেন, আপনি হয়তো জানেন না বড় হয়ে আপনার সন্তান কি হবে । এটা ঈশ্বর তার মধ্যে প্রতিভাটা দিয়ে দিয়েছেন। তাই আপনি আপনার সন্তানকে সেই জায়গাটা তৈরি করে দিবেন। আরেকটা বিষয় আমরা যারা বড় হয়েছি চাকুরী করি তাতে অনেক সময় একঘুয়েমি এসে যায় তখন আমরা বিনোদনের খোঁজে ঘুরতে যাই। তেমনি শিশুদের জীবনেও একঘুয়েমি আসে পড়ালেখার চাপ, ছবি আঁকা শিশুদেরকে সেই চাপ থেকে মুক্ত থাকতে বিনোদনের খোড়াক জোগায়।
চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবিলিক প্রসিকিউটর (পিপি) ও রংতুলির সিনিয়র সহ সভাপতি এডভোকেট কোহিনূর বেগমের সভাপতিত্বে ও রংতুলির যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজে'র নব নিযুক্ত অধ্যক্ষ এ. কে. এম আবদুল মান্নান, রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মইনউদ্দিন লিটন, সহ সভাপতি নজরুল ইসলাম বাদল, দপ্তর ও অর্থ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহবায়ক অভিজিত রায়, সদস্য সচিব মনির হোসেন মান্না।
আরও উপস্থিত ছিলেন রংতুলির সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, রংতুলির সহ সভাপতি ও জেলা জাসাসের সভাপতি কাজী মাইনুল হক জীবন, সাংগঠনিক সম্পাদক মাকসদুল ইসলাম খান রতন, মৃনাল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শিপ্রা দাস, সদস্য মাহবুব আলম, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা আলম সাঞ্জু, আবু বক্কর সিদ্দিক, ফরিদ লেখক ফোরামের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, মতলব প্রতিনিধি ফাতেমা।