ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতেরা হলেন- ওই উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রোববার সকালে মোটর সাইকেলযোগে ২ আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ওই ২ মটোরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,বাসচাপা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত