ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামলো ১৪ দশমিক ৫ ডিগ্রিতে 

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামলো ১৪ দশমিক ৫ ডিগ্রিতে 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, এদিন সকালে শ্রীমঙ্গল ও এর আশপাশের এলাকায় শীত অনুভূত হয়েছে অন্যান্য দিনের তুলনায় খানিকটা বেশি।

এদিকে, অক্যুওয়েদারের রিপোর্ট বলছে, শ্রীমঙ্গল উপজেলায় দিনভর তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রোববার রাতে তাপমাত্রা কিছুটা নেমে আসতে পারে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এরফলে, এই সময়ে শ্রীমঙ্গল ও আশপাশ এলাকায় শীত কিছুটা বেশী অনুভূত হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগান আর টিলা বেষ্টিত এলাকা হওয়ায় এখানে শীতের তীব্রতা অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি হয়।

এছাড়াও দেশের অন্যতম শীতপ্রধান এলাকা হিসাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড হয়। ফলে, প্রায়শই এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেন আবহাওয়া কর্মকর্তারা।

শ্রীমঙ্গল,তাপমাত্রা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত