ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুর কামাল (১২), সে টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হলো ইমরান হোসেন (১২) এবং নজরুল হক (১২)। তারা একই এলাকার আসরাফিয়া দারুন নাজাত মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ ইমরান হোসেনের বাবা মো. কামাল জানান, ‘মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ঘুরতে এসে সাগরে গোসল করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমার ছেলে ও আরেকজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধার করতে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।’

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার বলেন, ‘আজ দুপুরে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।’

টেকনাফ,গোসল,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত