ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুট মিলল মরদেহের পকেটে

‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা চিরকুট মিলল মরদেহের পকেটে

রাজবাড়ীর পাংশায় রাকিবুল ইসলাম (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে পাংশা রেলওয়ে স্টেশন সংলগ্ন কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবুল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পুরাতন চড়াইকোল গ্রামের রাজু প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী জলঘর সংলগ্ন একটি কাঁঠাল গাছে রাকিবুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা-বাবা, তোমরা আমাকে মাফ করে দিয়ো।"

নিহত যুবকের মামা মকলেছ জানান, রাকিবুল ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি নিজ এলাকার চারজনকে ওই কোম্পানিতে চাকরি দিয়েছিলেন এবং তাদের কাছ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন। কিন্তু ওই চারজন চাকরি না করার সিদ্ধান্ত নিয়ে টাকা ফেরত চাইছিলেন এবং রাকিবুলকে হুমকি দিচ্ছিলেন। কিছুদিন আগে রাকিবুল বাড়ি বেড়াতে এসে খালার বাড়ি চরচিলকা গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে রবিবার বিকেলে বের হওয়ার পর সোমবার তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পাংশা মডেল থানার এসআই সাজিদ জানান, ‘রেলস্টেশন সংলগ্ন একটি গাছে ঝুলন্ত মরদেহ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাই।প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

রাজবাড়ী,মরদেহ,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত