ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারী বাস সুপারভাইজার মো. আব্দুল্লাহ আল মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের লাভলু মিয়ার ছেলে।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার অপস্ অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে ১০৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বগুড়া,সিরাজগঞ্জ,ভুরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত