মানিকগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০৮ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর রুকসানা হত্যাকাণ্ডের আট ঘন্টার মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৫) নভেম্বর রাতে মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা কাকি গ্রেপ্তার করা হয়। রুবেল (৩৭) মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রামের মো. লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) র‍্যাব-৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ নভেম্বর রাত পৌনে দুইটার ভিকটিমকে শশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু নামে একটি আবাসিক হোটেলে উঠানো হয়। পরের দিন সকালে পুলিশ রুবেলের স্ত্রী রোকসানার মরদেহ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের চৌকশ একটি আভিযানিক দল ক্লুলেস হত্যাকাণ্ডের ৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করে।

আসামী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে র‍্যাব জানায়, আবাসিক হোটেলের শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রোকসানাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় রুবেল।

এছাড়া গত ২৫ নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলায় প্রধান হত্যাকারী মো. সোয়েব (২২) ও মো. ছাকিন খানকে লালমনিরহাট জেলার সদর থানার তিস্তা ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা মানিকগঞ্জ সদর থানার পশ্চিম বান্দুটিয়া এলাকার জনৈক আমজাদ হোসেনের পুত্র।