ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দামুড়হুদায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

দামুড়হুদায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৮৫ বোতল ফেনসিডিলসহ ইকরামুল হাসান (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বাস্তবপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ইকরামুল হাসান ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফ ও ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীরের নেতৃত্বে সেনাবাহিনী দামুড়হুদার পুরাতন বাস্তবপুর গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ইকরামুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ১৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দামুড়হুদা,মাদকব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত