ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ত্রিশাল নওপাড়া দাখিল মাদ্রসার তালা খুলল ৯ দিন পর 

ত্রিশাল নওপাড়া দাখিল মাদ্রসার তালা খুলল ৯ দিন পর 

টানা আটদিন অফিস ও শ্রেণিকক্ষ তালাবদ্ধ থাকার পর অবশেষে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ’র হস্তক্ষেপে খোলা হল তালা। ভারপ্রাপ্ত সুপারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও পদত্যাগের দাবীতে গত ৯দিন পূর্বে অফিস ও শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে দেয় ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ সুজাত আলীর বিরুদ্ধে অনিয়মিত মাদ্রাসায় আসা, দায়িত্বহীনতা, অনিয়মিত ক্লাস নেয়া, প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন না করা ও নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। ভারপ্রাপ্ত ওই সুপারের অপসারনের দাবিতে গত ১৮ই নভেম্বর মাদ্রাসার অফিস ও শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

টানা আটদিন অফিস ও শ্রেণিকক্ষ তালাবন্ধ থাকার পরও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকরা।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই মাদ্রাসা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। তিনি শিক্ষার্থীদের অভিযোগগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত সুপারকে কড়া নির্দেশনা ও অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরাই খুলে দেন তালা। ইউএনও’র নির্দেশনা ও মাদ্রাসার নোটিস অনুযায়ি বুধবার (আজ) থেকে শুরু হচ্ছে বার্ষিক পরীক্ষা। মাদ্রাসায় শিক্ষার সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি খুশি শিক্ষার্থীরা।

ইউএনও বলেন, শিক্ষার্থীদের অভিযোগগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত সুপারকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার সুষ্টু পরিবেশ তৈরি করতে অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে বলা হয়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের কোন প্রয়োজন হলে তা আমি অতিদ্রুত সময়ের মধ্য সমাধান করে দিব।

ত্রিশাল,মাদ্রসা,তালা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত