ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

স্থগিত এলএনজি প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে প্রচারাভিযান

স্থগিত এলএনজি প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে প্রচারাভিযান

স্থগিত থাকা এলএনজি প্রকল্প বাতিলের দাবিতে রংপুরে প্রচারাভিযান করেছে একটি বেসরকারী সংগঠন।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরে এগ্রিকালচার ইনষ্টিটিউটএর সামনে একটি ভিন্নধর্মী প্রতিবাদ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন ডপসের কো-অর্ডিনেটর প্রনব কুমার, নারী নেত্রী লিপিকা বেগম, ২৮ নং ওর্য়াডের ফোকাল রেজিয়া পারভিন,সুবল মূখার্জ্জি, বিশ্ববিদ্যালয় ছাত্র আফজাল হোসেন প্রমূখ ।

স্থানীয় ডপস, উপকূলীয় জীবনযাত্রা এবং পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট এর যৌথ আয়োজনে এবং স্থানীয় বাসিন্দা,অন্যান্য পরিবেশবাদী সংগঠন, এবং নাগরিক অধিকার কর্মীদের উপস্থিতিতে বিগত সরকারের নেওয়া এই ক্ষতিকর প্রকল্পগুলো স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানাতে এই অভিনব প্রচারাভিযানটি আয়োজন করা হয়।

ডপসের কো-অর্ডিনেটর প্রনব কুমার বলেন, “এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্রগুলো প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিবেশগত ও আর্থিক বোঝা সৃষ্টি করবে। বিশেষ আইন ব্যবহার করে অনুমোদিত এই প্রকল্পগুলো কোনো ধরনের পরিবেশগত মূল্যায়ন ছাড়াই ত্বরান্বিত হয়েছে, যা জনগণের অধিকার এবং আর্জাতিক মানদন্ডের লঙ্ঘন।”

আরো একজন নারী নেত্রী লিপিকা বেগম জানান, “বিশেষ আইনের অধীনে অনুমোদন দেওয়ায় এই প্রকল্পগুলির দরপত্র সঠিকভাবে নিরূপন করা হতো না,ফলে বেশি দামে বিদ্যুৎ কিনতে হতো সরকারকে। যা জনগণের ওপর বিদ্যুৎ বিলের বোঝা তৈরি করেছিলো।”

তিনি আরো বলেন “এই বিশেষ আইনের অধীনে যে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গুলো বাতিল হয়েছে সেগুলো যেন আর নতুন করে চালু না করা হয়।”

বক্তারা বলেন, এই প্রকল্পগুলো শুধু পরিবেশের জন্য ক্ষতিকারক নয়, বরং প্রকল্পের আশেপাশের স্থানীয় জনগণের জীবিকা ও স্বাস্থ্যকেও হুমকির মুখে ফেলেছে। এছাড়াও এলএনজি আমদানি, টার্মিনালের রিগ্যাসিফিকেশন এবং বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ মোটা অংকের ডলার খরচ হচ্ছে প্রতিদিন।

স্থগিত,রংপুর,প্রচারাভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত