ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

মানিকগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ-সমাবেশ

ভারতীয় গুপ্তচর তথাকথিত উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রফিক সড়কে সমাবেশে করে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক ও মানিকগঞ্জের অন্যতম বিজ্ঞ আলেমেদ্বীন আব্দুল্লাহ আল ফিরোজ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ, মেহরাব হোসাইন, কাউসার মাহমুদ, নাসিম আহমেদসহ মানিকগঞ্জের বিভিন্ন মাদরাসা ও মসজিদের আলেম-ওলামা এবং সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে নিহত আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং বাংলাদেশে ইসকন নিষিদ্ধের জোর দাবি জানান।

মানিকগঞ্জ,ইসকন,হত্যাকাণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত