ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেহগনি বাগানের শুকনা পাতার স্তুপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুরশি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মো. ইব্রাহিম মুন্সির মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্র জানায়, বাগানে শুকনা পাতার স্তুপের মধ্যে শিক্ষার্থীরা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে তা খুললে দেশীয় তৈরি ২টি রামদা, একটি রড দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি হাফ পাউন্ড ওজনের হাতুড়ি দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে খবর দিলে তিনি বালিয়াকান্দি থানায় বিষয়টি জানান। পরে এসআই অমল কুমার সিং ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, ২২ নভেম্বর জমিজমা নিয়ে বিরোধের জেরে মোবারক খাঁ ও মোতাহার খাঁর মধ্যে বিবাদ বাধে। ওই দিন রাতে মোতাহার খাঁর লোকজন মোবারক খাঁর বাড়িতে হামলা চালায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করে অস্ত্রগুলো এলাকা সংলগ্ন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল।

বালিয়াকান্দি থানার এসআই অমল কুমার সিং জানিয়েছেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধারের জন্য একটি মামলা দায়ের করা হবে।

রাজবাড়ী,অস্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত