ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে অর্থদন্ড

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জনকে অর্থদন্ড

শেরপুরের নকলায় সড়ক পরিবহনের বিভিন্ন আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জনকে টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত নকলা পৌরসভার জালালপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

এ সময় অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, হেলমেটবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরযানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ৭টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা কালে পুলিশ সদস্য, পথচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া জানান, যান ও মালের স্বার্থে এ ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেরপুর,নকলা,ভ্রাম্যমান আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত