ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার 

নীলফামারীতে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার 

নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার নামক এলাকার সড়কের পাশ থেকে ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়,দুপুরের দিকে তারা রাস্তার ধারে মরদেহটি দেখতে পায়, তবে মরদেহটি কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন হয়তোবা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে ফেলে রেখে গেছে।আবার অনেক মনে করছেন কেউ হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে যেন একটা ধোয়াশা কাজ করছে বলে অনেকে জানিয়েছেন।

এসময় মরদেহটির সাথে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। সে ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর সহধর্মিণী।

এবিষয়ে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলায় দিয়ে চলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, মোটর সাইকেলের পেছন থেকে পড়ে মৃত্যুবরণ করেন নিশ্চিত হয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে।

নীলফামারী,ডোমার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত