ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

বোরহানউদ্দিনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

ভোলার বোরহানউদ্দিনে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী ডাওরি বাজার সংলগ্ন একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে একটি জিন্স প্যান্ট ও গায়ে একটি গেঞ্জি পরিহিত। হাত-পা শিকল দিয়ে বাঁধা এবং তালা মারা।

পুলিশের ধারণা, ওই যুবকের মৃত্যু হয়েছে আনুমানিক ২ থেকে ৩ দিন আগে। লাশের গায়ে পচন ধরেছে। যেকেউ তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দিয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বোরহানউদ্দিন,অজ্ঞাত,মরদেহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত