ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামা‌টি‌তে বাস-সিএন‌জি সংঘ‌র্ষে নারী নিহত

রাঙামা‌টি‌তে বাস-সিএন‌জি সংঘ‌র্ষে নারী নিহত

রাঙামা‌টি‌তে বাস ও সিএন‌জির মু‌খোমু‌খি সংঘ‌র্ষে পাইমে মারমা (৪১) না‌মে এক নারী নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার পৌ‌নে ১২টার দি‌কে রাজস্থলী উপ‌জেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত পাইমে মারমা বান্দারবান সদর উপজেলার খোয়াইংগু পাড়ার ক্যচিংনু মারমার মেয়ে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সিএন‌জি ক‌রে পাইমে মারমাসহ চারজন যাত্রী বান্দরবান থে‌কে রাঙামা‌টি যা‌চ্ছিল। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলা পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পৌছা‌লে বিপরীত দিক থে‌কে আসা বা‌সের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই সিএন‌জি‌তে থাকা পাইমে মারমা মারা যান। বাকী চারজন যাত্রী আহত হন। ঘটনার পরপরই সিএন‌জি চালক পা‌লি‌য়ে যায়।

চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করা হ‌য়ে‌ছে।

রাঙামা‌টি‌,বাস-সিএন‌জি,সংঘ‌র্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত