বিয়ে করলেন অন্তরাকে প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা নাগরিক চেংনাং
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
অবশেষে গভীর প্রেমের টানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পোশাক শ্রমিক প্রেমিকা অন্তরাকে (২৭) বিয়ে করলেন এক চীনা নাগরিক চেংনাং। এ দম্পতি এখন ওই উপজেলার বিয়াড়া গ্রামে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। তাদেরকে দেখার জন্য ওই বাড়িতে এখন ভীড় জমছে প্রতিদিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় এক যুগ আগে একই এলাকায় অন্তরার বিয়ে হয়। এ সংসারে তার ৯ বছরের মেয়েও রয়েছে। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের বিয়ে বিচ্ছেদ হয় এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরী নেয় অন্তরা। প্রায় ৫ মাস আগে গাজীপুরের একটি হোটেলে অন্তরার দেখা হয় ওই চীনা নাগরিকের সাথে। এ সময় অন্তরাকে দেখে চীনা নাগরিক প্রেমের প্রস্তাব দেন। এ প্রস্তাবে দুজন সামাজিক মাধ্যমে ফেসবুকে বন্ধু হন এবং উভয়ের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উভয় পরিবারের সিদ্ধান্তে গত ২২ নভেম্বর গাজীপুর আদালতের মাধ্যমে চেংনাং ইসলাম ধর্ম গ্রহণের পর অন্তরাকে বিয়ে করেন।
অন্তরা স্বামীকে নিয়ে শনিবার বাবার বাড়ি কাজিপুরে আসেন। এ বিদেশি জামাই দেখতে বাড়িতে ভিড় জমে। আর একে অপরকে বলছেন হাইরে প্রেম ! প্রেমের টানে চীনের নাগরিক সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী কাজিপুরে। এ বিয়েতে মেয়ের বাবাসহ পরিবারের লোকজন এখন খুশি। অন্তরা সাংবাদিকদের জানান, চীনের হুনান প্রদেশের নাগরিক স্বামী চেংনাং। তিনি এখন বাংলা শেখার চেষ্টা করছেন এবং আমিও চেষ্টা করছি চায়না ভাষা শিখতে। চীনের ওই নাগরিকও খুশি হয়েছেন এবং এ দম্পত্তি সকলের দোয়া চেয়েছেন।