ঢাকা ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর!

বগা ফেরীতে টোল চাওয়ায় স্টাফকে বেধরক মারধর!

পটুয়াখালী বাউফলের বগা- দুমকী ফেরিতে মোটরসাইকেলের ভাড়া চাওয়ার অজুহাতে জামাল হোসেন (৩৪) নামের ইজারাদারের এক স্টাফকে বেধরক মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে আ'লীগনেতা আমির মোল্লার নেতৃত্বে ৫/৬জনের একটি দুর্বৃত্তচক্র বগা ফেরীতে প্রকাশ্যে এ হামলা ও মারধরের ঘটনাটি ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগা প্রান্তের পন্টুনে ফেরী আনলোডের সাথে সাথে অন্যান্য যানবাহনের আমির মোল্লা ও তার ছেলে বরকত মোল্লার বহনকারী মোটরসাইল ফেরীতে ওঠে। টোলকর্মী গিয়ে ওই মোটরসাইকেলের ভাড়া চাওয়ায় ক্ষিপ্ত হয়ে টোলকর্মীকে বকাঝকা শুরু করে। হট্টগোল থামাতে এগিয়ে গিয়ে কি হয়েছে প্রশ্ন করলে ইজারাদারের দায়িত্বরত স্টাফ জামালের ওপর সজোড়ে কিলঘুষি, লাথি মেরে ফেরীর ওপর ফেলে দেয়। এসময় তাদের অনুগত আরও ৩/৪যুবক এসে জামালকে বেধরক মারধর করে দ্রুত সটকে পরে।

স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে ঘাটপরিচালনার দায়িত্বে থাকা বগা প্রান্তের সুলতান সিকদার এবং পচ্চিম প্রান্তে সরোয়ার হোসেন জানিয়েছেন।

অভিযুক্ত আমির মোল্লার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি।

দুমকি থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বগা ফেরী,স্টাফকে বেধরক মারধর!,টোল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত