বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক শিহাব

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ ব্যুরো

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) এর ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছে। ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়াজ আহমেদ।

৩৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ, সাধারণ সম্পাদক পদে পিএইচডি গবেষক জনাব ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লি শাওপেং, ঢাকায় চীনের দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সেলর, বিশেষ অতিথি আশফিয়া আশরাফ। চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড. মোহাম্মদ সাহাব উল হক নতুন কমিটি ঘোষণা করেন। 

নব-নির্বাচিত এ কমিটি ২০২৪ সালের নভেম্বর মাস হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবে। 

কমিটিতে সহ-সভাপতি পদে ড. এস এম মিনহাস, আসগর আহমেদ, ইফতে খাইরুল হক ইমন, আব্দুল্লাহ আল বারী ভুবন এবং উম্মে হাবিবা সাদিয়া নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদের জন্য নির্বাচিত হয়েছেন এন্ড্রু দাস শুভ্র, আমিরুল ইসলাম, আবু কাউসার, শুয়াইবা তাসনিম এবং মুস্তাফিজুর রহমান। 

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, নয়ন কুমার চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), রাওহা বিন মেজবা (অফিস সম্পাদক), মোহাম্মদ আদিল (অর্থ সম্পাদক), কামরুজ্জামান (প্রকাশনা সম্পাদক), মিসবাহুল আমিন (প্রচার সম্পাদক), জি এম মাজহারুল ইসলাম (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), মোঃ রিজাউল করিম (শিক্ষা সম্পাদক), আবু বকর হায়াত অর্ণব (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), রিয়ান হাসান (মানবসম্পদ সম্পাদক), মাইশা মমতাজ (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোঃ সাইদুর রহমান (সমাজ কল্যাণ সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক)। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন আব্দুল্লাহ আল তানিম, কৃষ্ণ সরকার দীপু, রিসার আব্দুল্লাহ, আবরার ইয়াযদানী, লুবনা জাহান তাসনিন অনন্যা, ফাহিম শাহরিয়ার, নাইমা আক্তার, মোঃ নাঈম হাসান এবং মোঃ রিফাদ উজ জামান।  

নব নির্বাচিত সভাপতি জনাব মোঃ জান্নাতুল আরিফ বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে ২০২২-২৩ সেশনে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ২০২৩-২০২৪ সেশনে সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিসিওয়াইএসএ এর প্রকাশিত অনলাইন ম্যাগাজিন “মহাপ্রাচীর” এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে চীনের বেইজিংয়ের নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি ক্যান্ডিডেট। 

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ  মনিরুজ্জামান শিহাব বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে গত ২০২২-২০২৩ সেশনের কার্যনির্বাহী সদস্য, ২০২৩-২০২৪ সেশনের সাংগঠনিক সম্পাদক ও নিউজ এন্ড পাবলিকেশন্স টীমের প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চীনের ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  বো'আই হাসপাতাল ও চায়না রিহ্যাবিলিটেশন রিসার্স সেন্টারে নিউরো-রিহ্যাবিলিটেশন বিভাগের দ্বিতীয় বর্ষের পিএইচডি শিক্ষার্থী। 

জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন।