সিরাজগঞ্জে সরকারি ২৪৮ বস্তা চাল উদ্ধার গ্রেপ্তার ২
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২৪৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ওই উপজেলার কল্যাণপুর কান্দাপাড়া গ্রামের ফরিদুল (৩৫) ও একই এলাকার রাজাপুর গ্রামের কবিরুল (৪০) । বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভুইয়াপাড়ায় অভিযান চালিয়ে ১০৮ বস্তায় প্রায় সোয়া ৩ মেট্রিক টন স্বল্প মূল্যর চাল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলারসহ ৪জনকে আটক করা হয়েছে। এদিকে একই সময় ওই এলাকার কান্দাপাড়ায় অভিযান চালিয়ে ১৪০ বস্তায় পৌনে ৭ মেট্রিক টন স্বল্প মূল্যর চাল উদ্ধার করা হয়। এ সময় একজন মজুতদারকে আটক করা হয়। পরে বিশেষ জিজ্ঞাসাবাদে ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং ওই ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।