ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইগাতীতে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

ঝিনাইগাতীতে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এসময় লিমন সিমসাং (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।

বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহল দল নিয়ে অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ীসহ একটি পিকআপসহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্যে পৌণে এক কোটি টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইগাতী,ভারতীয় শাড়ি,যুবক আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত