ঢাকা ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বোরহানউদ্দিনে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ভোলার বোরহানউদ্দিনে বিষপানে সীমা বেগম (২১) না‌মে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। বৃহস্প‌তিবার সকা‌লে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ওই গৃহবধূর মৃত্যু হয়।

সীমা বোরহানউদ্দিনের কা‌লিরহাট এলাকার মো. রা‌কি‌বের স্ত্রী। তা‌দের ১ বছরের একটি ছে‌লে সন্তান আছে। স্বামী রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন।

জানা গেছে, রাকিবের আয় রোজগার কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝা‌মেলা চ‌লে আস‌ছিল। বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এনিয়ে স্বামীর সঙ্গে অভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রেন ব‌লে দাবি স্বামীর পরিবারের। প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোর রাতে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে এলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে গেলে স্ত্রীর মরদেহ রে‌খে পা‌লি‌য়ে যান স্বামী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান বলেন, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের পর মৃত‌্যুর কারণ জানা যাবে। নিহতের প‌রিবার থে‌কে অভিযোগ পেলে আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌া হবে।

বোরহানউদ্দিন,বিষপান,আত্মহত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত