ঈশ্বরদীতে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী প্রতিনিধি
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাপছে দেশের উত্তরের জনপদ ঈশ্বরদী। শনিবার (৭ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ১২ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ।
যা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।
গত কয়েকদিন ধরেই আশপাশের অন্যান্য উপজেলার চেয়ে ঈশ্বরদীর তাপমাত্রা অপেক্ষাকৃত কম রেকর্ড করা হচ্ছে। ফলশ্রুতিতে সন্ধ্যা নামার আগেই শীত জেকে বসছে এ জনপদে।
রাতে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশার উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। সকালে সূর্যের দেখা মিলছে অপেক্ষাকৃত দেরীতে। যার ফলে দুর্ঘটনা এড়াতে আঞ্চলিক এবং মহাসড়ক গুলোতে হেডলাইট জালিয়ে চলছে দূরপাল্লার গাড়ী।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষক মো: নাজমুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ডিগ্রী সেলসিয়াস। যা কিনা এ অঞ্চলের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ।