ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পৌর বিএনপির উদ্যোগে

সিরাজগঞ্জে শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে শীতার্তদের  মাঝে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের দিকে পৌর বিএনপির উদ্যোগে প্রধান অতিথি হিসেবে ৫’শ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার হত্যা মামলার আসামি হিসেবে দেশের মাটিতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য তাকে অবশ্যই দেশে ফিরতে হবে।

এছাড়া তিনি তারেক রহমানের ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন। রায়গঞ্জ পৌর বিএনপি সভাপতি হাতেম আলী সুজনের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দুলাল খান প্রমুখ।

শীতবস্ত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত