ঈশ্বরগঞ্জে ৫ নারী পেল জয়িতা পুরষ্কার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২২ | অনলাইন সংস্করণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৃথক পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন নারী পেলেন ‘জয়িতা’ পুরস্কার।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরার সভাপতিত্বে ও বাড়ি সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।  

অনুষ্ঠানে সফল জননী ক্যাটাগরিতে মমতাজ বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের ক্যাটাগরিতে সনিয়া আক্তার, সমাজ উন্নয়নে সাফল্য অর্জন ক্যাটাগরিতে ইসরাত জাহান নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ক্যাটাগরিতে মোছা: তাসলিমা খাতুন এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য ক্যাটাগরিতে ব্যবসায়ী আফসানা আক্তার সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।