চাঁপাইনবাবগঞ্জে সড়কে ৪ জনের মৃত্যু
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১২ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জে একই দুর্ঘটনায় মারা গেছেন বাবা ও ছেলে। সোমবার দুপুর ও বিকেলে এ দুর্ঘটনাগুলো ঘটে। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ উপজেলার কালিনগর-লক্ষ্মীপুরের মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে মো. সাগর আলী (১৮), গোমস্তাপুর উপজেলার রহনপুর পাথরপূজা এলাকার বাবর আলী (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যৌবনলাইন পাড়ার রাজু আহমেদ (২৪)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে শিবগঞ্জের কানসাট থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন মিজানুর রহমান ও তার ছেলে সগর আলী। বহলাবাড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার জানান, বেলা আড়াইটার দিকে উপজেলার তেতুলতলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক বাবর আলী মারা যান। তিনি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এদিকে, সদর থানার ওসি রইস উদ্দীন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার হরিপুরে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
তিনটি দুর্ঘটনাতে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।