ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে ঘিওর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই হামলায় আরো ৩ জন আহত হয়েছেন।

রবিবার (৯ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই ঘটনা ঘটে।

জানাগেছে, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সহসভাপতি ড.খন্দকার আকবর হোসেন বাবলু সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয় বলে নিহতের পরিবার দাবি করেছে। সূত্র জানায়, প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় আকস্মিক হামলার শিকার হন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক লাভলু আহমেদ(৪২)। দুর্বৃত্তরা তাকে হাসপাতাল গেটেই প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মৃত দ্বীন ইসলাম খানের পুত্র মো.রাহাতুজ্জামান খান আলতাব (৪২), শওকত দর্জির ছেলে মো. হিমেল (২৮)। আহতরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত লাভলু কুস্তা গ্রামের আব্দুল হালিম খানের ছেলে।

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল আলম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত