সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি হাফিজুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট ভবানীপুর গ্রামের ইব্রাহীম হাওলাদারের ছেলে। ওসি (ডিবি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের দিক নির্দেশনায় রোববার সন্ধার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।