ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পটুয়াখালীতে দুই অপহরণকারী আটক

পটুয়াখালীতে দুই অপহরণকারী আটক

পটুয়াখালীতে অপহৃত উদ্ধারসহ দুই অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।

গ্রেফতারকৃতরা হলো- শহরের বড় চৌরাস্তা এলাকার বাসিন্দা মাহামুদুল হাসান ২৭ এবং টাউন জৈনকাঠীর বাসিন্দা মোঃ আলী আজিম ৩০। গ্রেফতারের সময় অপহরনের কাজে ব্যাবহৃত ২ টি মোটর সাইকেল ও একটি অটো রিক্সা জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী জজ কোর্ট এলাকা থেকে মোঃ আমিরুল ইসলাম ৪৩ ও মোঃ কুদ্দুস ঢালীকে জোরপূর্বক অপহরন করে দুর্বৃত্তরা তাদের আত্মীয় স্বজনের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হলে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত সাড়ে ৯ টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করে অপহৃতদের উদ্ধার এবং অপহরণের কাজে ব্যাবহৃত মালামাল জব্দ করে ডিবি পুলিশ। আসামীদের জিজ্ঞাসাবাদে অপহরনপূর্বক মুক্তিপন দাবি এবং মুক্তিপন না দিলে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করে।

এ ঘটনায় তাদের আত্মীয় কাজী মোঃ সুমন বাদি হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেছেন। মামলা নং ১৬। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

পটুয়াখালী,অপহরণকারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত