সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালিত হয়েছে। ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে এ দিবস পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরের দিকে জয়িতা সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী, তাদের ক্ষমতায়ন নিশ্চিত না করে দেশের অগ্রগতি সম্ভব নয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
এ আলোচনা সভা শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ জয়িতাকে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া জেলার সবকয়টি উপজেলায় যথাযথ ভাবে এ দিবস পালিত হয়েছে।