বেনাপোল সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে পুটখালী সিমান্ত থেকে ফেনসিডিল উদ্ধার করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবির) লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন ভিত্তিতে জানা যায় যে, পুটখালী সীমান্ত এলাকায় অভ্যন্তরে পুটখালী গ্রামস্থ চরেরমাঠ নামক স্থান দিয়ে মাদক চোরাকারবারীরা ভারত হতে মাদকদ্রব্যসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) পুটখালী বিওপির একটি টহল দল বর্ণিত এলাকায় কৌশলে অবস্থান নেয়। এ সময় সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামার সংকেত দিলে চোরাকারবারীদের সাথে থাকা ব্যাগ ফেলে মাঠের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
উক্ত অভিযানের বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।