ফেনীতে ভুয়া সেনা সদস্য গ্রেফতার
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ | অনলাইন সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীর মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে মো. নাজমুল হাসান (২৫) নামের এক ভুয়া সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল এলাকা থেকে যৌথবাহিনী অভিযান করে তাকে আটক করে।
আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।
সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করছে সার্কিট হাউজ রোড এলাকায়। এসময় ওই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। আটক ব্যক্তিকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনীর মহিপালের সার্কিট রোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়ে ঘোরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় সাথে থাকা একটি ব্যাগসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।