সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামীলীগ নেতা আতাউর রহমান আঙ্গুরের (৪৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শ্বাসকষ্টজনিত রোগে তিনি অসুস্থ্য হয়ে পড়েন এবং তাকে কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার বাসিন্দা এবং পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। কারাগারের জেলার আবু নূর মোঃ. রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, রাজনৈতিক একটি মামলায় গত ১ নভেম্বর ওই আ’লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোরে করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং উল্লেখিত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।