কক্সবাজারের রামু উপজেলার বড়বিল এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বড়বিল এলাকায় র্যাব-১৫ এ অভিযান চালায়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়ার বড়বিল এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালায় র্যাব।
এসময় ৫টি দেশীয় তৈরি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।