ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বর্নাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত

রংপুরে বর্নাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত

বিভাগীয় নগরী রংপুরে বর্নাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিনটি উদযাপন উপলক্ষে কাষ্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ রংপুর এর কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মোঃ আব্দুস সবুর খান। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আকবর আলী, রংপুর মেট্রোপলিটান চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু।

কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নুর রাশেদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার মোঃ জিয়াউর রহমান খান, মুল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ন কমিশনার শাহেদ আহাম্মেদ।

অনুষ্ঠানে আলোচকরা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে ভ্যাট ব্যবস্থার যথাযথ সুফল পেতে একে পুরোপুরি অনলাইন ভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের উপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জাতীয় রাজস্ব বোর্ড এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

কাষ্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ড. আবু নুর রাশেদ আহম্মেদ বলেন উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হলো রাজস্ব। অভ্যান্তরিন রাজস্বের সিংহভাগ বর্তমানে ভ্যাট থেকে আহরিত হয়। রাজস্ব আহরনে সকল অংশীজনদের সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করতে হলে ভ্যাট ব্যাবস্তাকে আধুনিকীকরনের কোন বিকল্প নেই।

তিনি বলেন বর্তমানে সময় এসেছে নতুন ভাবে স্বপ্ন দেখার । সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও কর্মপরিবেশ তৈরী করার লক্ষ্যে বর্তমান রাজস্ব প্রশাসনের প্রত্যাশা শতভাগ অনলাইন ভিত্তিক একটি ভ্যাট ব্যাবস্থা প্রনয়ন, যার মাধ্যমে কাগজ বিহিন ও অভিযোগবিহিন ব্যাবসা বান্ধব পরিবেশ সম্মানীত করদাতাগন প্রয়োজনীয় সকল সেবা সাচ্ছন্দে গ্রহন করতে পারবেন।

অনুষ্ঠানে কমিশনারেটের আওতাদিন সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যাবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর,ভ্যাট দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত