পিরোজপুরের কাউখালীতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে খুজলি পাচরা প্রতিরোধ বিষয়ক মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ড। স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিসট এ বি এম আনিসুল হক। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুজন সাহা ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুণ্ডু সকলকে সতর্ক করে বলেন, উপজেলায় বিভিন্ন এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও আবাসিক ছাত্র আবাস গুলোতে খুঁজলি পাসরা মহামারী আকারে বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত চুলকানি থেকে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত এমনকি টনসিল, কিডনিসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে। চুলকানি এটি একটি ছোঁয়াচে রোগ। এর থেকে সতর্ক থাকতে হবে।
এই রোগ দেখা দিলে সর্বপ্রথমে শরীরের সকল অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পোশাক, বিছনাসহ কাপড় চোপড় বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত ভাবে ব্যবহার করতে হবে। এই রোগ দেখা দিলে ব্যবহারের সকল কাপড়-চোপড় গরম পানি, সাবান, স্যাভলন দিয়ে পরিষ্কার করতে হবে। যেগুলো ধোয়া সম্ভব না সেগুলোকে দুই থেকে তিন দিন ব্যবহার না করে রোদের শুকাতে হবে। এমনকি আয়রন দিয়ে জীবন মুক্ত করতে হবে।
ক্ষত দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসা নিতে পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের বোডিং সুপার ও পরিচালনা পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।