ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গাঁজা বিক্রেতার এক বছরের কারাদন্ড

গাঁজা বিক্রেতার এক  বছরের কারাদন্ড

বরিশালের গৌরনদীতে আব্দুল হান্নান মীর (৫৫) নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত হান্নান উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত তাহের আলী মীরের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ইউএনও মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উপস্থিতিতে মাদক বিক্রেতা হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসতঘরের কলসির মধ্যে থেকে ৭২ গ্রাম গাঁজা সহ হান্নানকে আটক করা হয়।

দুপুরে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। তিনি আরও জানান, দন্ডপ্রাপ্তকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কারাদন্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত