হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে কাভার্ড ভ্যানভর্তি ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এসব দেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুরে ঢাকা-সিলেট মহাসড়কে থেকে এসব পণ্য জব্দ করা হয়।
লে. কর্নেল ইমদাদুল বারী খান জানান, বুধবার দিবাগত রাতে ৫৫ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল মালামাল বোঝাই সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার সিগন্যাল দেয়। কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার করা ভারতীয় পণ্য জব্দ করে। আটককৃত মালামাল জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।