বাউফলে রাতের আঁধারে মৎস্য ঘের থেকে মাছ চুরি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে একটি মৎস্য ঘের থেকে, রুই,কাতলা, পাংগাশ আইর ও গলদা চিংড়ি মাছ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ভুক্তভোগী চাষি কাওসার সিকদারের কমপক্ষে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার মধ্যরাতে উপজেলার মমদনপুরা ইউপির ৬নং ওয়ার্ডে (পাকার মাথা নামক স্থানে) এই চুরির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, প্রতিদিনের মত গতকাল (শুক্রবার) সকালে ঘেরে মাছের খাবার দিতে গেলে ঘেরের পূর্ব ও পশ্চিম পাশের জাল কাটা বেড়া ভাঙ্গা অবস্থায় দেখতে পান। সামনে যেতেই ঘেরের পুকুর পাড়ে কাদার মাটির উপরে দুই বা ততোধিক পায়ের ছাপ দেখে এবং পুকুরের পানি অধিক ঘোলাটে দেখে সন্দেহ হয়। তিনি এলাকাবাসীকে ঘটনাটি জানান।
প্রতক্ষদর্শী আবুল হোসেন মুন্সি ঘটনাস্থলের আলামত দেখে মাছ চুরির হয়েছে বলে ধারনা করেন এবং তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ভুক্তভোগী আরো নিশ্চত হওয়ার জন্য পুকুরে প্রতিদিনের মতো মাছের খাবার দেন। পরে দেখেন ঘেরের মাছ আগের দিনের মতো ঠিক খাবার নিচ্ছে না ভাসছেও না। আবুল হোসেন মুন্সী বলেন, এই ঘেরের প্রায় ২/৩ লাখ টাকার মাছ ছিলো। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
কান্না জড়িত কণ্ঠে ঘেরের মালিক কাওসার সিকদান বলেন, গভীর রাতে কে বা কাহারা আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না। সকালে এসে দেখি আমার ঘেরে কোন মাছে নেই। আমার প্রায় ২ (দুই)লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। তার অভিযোগ, আমি কৃষিতে স্বাবলম্বী হওয়ায় প্রতিহিংসার কারণে প্রতিপক্ষ শত্রুরা আমাকে একের পর এক ক্ষতি করে আসছে। তিনি আরো বলেন কয়েক মাস পূর্বে আমার গরু চুরি হয়েছিলো। আমি হামলারও স্বীকার হয়েছি। আজ আবার রাতের আঁধারে এমন ঘৃণিত কাজটি করেছেন। আমার জীবন এখন হুমকির মুখে।আমি এর বিচার চাই।
এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা সত্যিই দুঃখজনক। অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।