বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মেজর (অব.) মোহাম্মদ হানিফ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহে ----রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুক্রবার মধ্যরাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ওই রাতেই তাকে সম্মলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার মৃত ফজলার রহমান শেখের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ২০১৪ সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। দেশ প্রেমের টানে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে অসংখ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি। চাকুরী থেকে অবসরে যাওয়ার পর সিরাজগঞ্জে গড়ে তোলেন হৃদয়ে সিরাজগঞ্জ নামের একটি সামাজিক সংগঠন এবং বিনাম‚ল্যে চিকিৎসা সেবা কেন্দ্রও গড়ে তোলেন। মরহুমের প্রথম জানাযা শুক্রবার বাদ জুম্মা মীরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং ২য় জানাযা শুক্রবার রাত ৮ টায় সিরাজগঞ্জের রহমতগঞ্জ সুতাকল মাঠে অনুষ্ঠিত হবে এবং ঢাকা বনানী কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।