রংপুরের পীরগঞ্জে সবজি ক্ষেতে (ফুলকপি) ভিটামিন ওষুধ “নুট্রা-ফস ২৪” স্প্রে করায় প্রায় দেড় হাজার ফুল কপির গাছ ঝলসে যাওয়ায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতির আশংকা করছেন সংশ্লিষ্টরা । ইতোমধ্য উপজেলার কুয়েতপুর মাটিয়ালপাড়ায় ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষেতটি উপসহকারী কৃষি কর্মকর্তাগণ পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের কুয়েতপুর মাটিয়ালপাড়ার কৃষক আব্দুল হামিদ মিয়া ৮ শতাংশ জমিতে এক হাজার ৬’শ টি ফুলকপির চারা রোপন করেন।
তিনি গত বৃহস্পতিবার চতরাহাটের মেসার্স ভাই ভাই ট্রেডার্স (সার,কীটনাশক ও বীজের দোকান) থেকে সেতু কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ‘অরণী ইন্টারন্যাশনাল লিমিটেড’র ভিটামিন ওষুধ “নুট্রা-ফস ২৪” নিয়ে গিয়ে ওই জমিতে স্প্রে করেন। স্প্রে করার ২দিন পর শনিবার ওই জমির অধিকাংশ ফুলকপি ঝলসে গেলে তিনি শনিবারই একটি ফুলকপির গাছ চতরাহাটে ওই দোকানে নিয়ে আসেন।
খবর পেয়ে রোববার কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা ও নাসরিন আকতার ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষেতটি পরিদর্শন করেন। চতরাহাটের সার,কীটনাশক ও বীজ বিক্রেতা আবু তাহের মিয়া বলেন,আমার দোকান থেকে ওই কৃষক ভিটামিন ওষুধ “নুট্রা-ফস ২৪” নিয়ে গিয়ে তার জমিতে স্প্রে করলে কপির পাতা ও ফুল ঝলসে যায়। এই কৃষক এ বছর প্রথমবারের মতো ফুলকপি চাষ করেছেন। মুলতঃ ওই কৃষকের দুরদর্শিতার অভাবের কারণেই তার ফসলের এ ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল হামিদ জানান, ফসলের গাছ সতেজ ও ফলন বেশি পেতে ভিটামিন স্প্রে করায় ১৬’শ কপি এখন নষ্টের পথে। এতে আমার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতির আশংকা করছি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন,তেমন ক্ষতি হয়নি। কিছুটা ঝলসে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন,অনেক সময় ওভারডোজের কারণেও ফুলকপির পাতা এবং ফুল ঝলসে যাবার আশংকা থকে। কয়েকদিন পরেই এটি ঠিক হয়ে যেতে পারে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।