সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে জুতার ভেতরে রাখা ৩৩৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোরছালিনকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের ফরজেন আলীর ছেলে। র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার গভীর রাতে ওই রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়।
এ অভিযানে বিশেষ কৌশলে চামড়ার জুতার ভেতরে লুকিয়ে রাখা উল্লেখিত হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০/৪০ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে নগদ ৩৮০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।