ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রেম নগরে পরিণত সরিষা ফুলের মাঠ

সিরাজগঞ্জে সরিষা চাষে মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ

সিরাজগঞ্জে সরিষা চাষে মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহ

সিরাজগঞ্জে সরিষা চাষাবাদে হলুদ ফুলের সমারোহ এখন মাঠে মাঠে। যেদিকে চোখ যায় সেদিকেই মাঠ জুড়ে এ ফুলে রঙিন হয়ে উঠেছে। সরিষার ফুলে মাঠ জুড়ে এখন প্রেম নগরে পরিণত হয়েছে। আর এ চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা। সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে ৮৭ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আড়াই হাজার হেক্টর বেশি জমিতে এ সরিষার চাষাবাদ করেছে কৃষকেরা। এ সরিষার মাঠ জুড়ে এখন রঙ্গিন ফুলের সমারোহ।

ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রূপ বদলায়। তেমনি বদলায় বিভিন্ন ফসলের মাঠ। আর সবুজ, সোনালী ও হলুদে সাজে ফসলের মাঠ। এমনি ফসলের মাঠ পরিবর্তনের এ পর্যায়ে হলুদ সরিষা ফুলের সমারোহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলনবিল অঞ্চলে শীতের সকাল ও বিকেলে এ ফুলের দৃশ্য দেখে অনেকেই আবৃত্ত করে থাকে ছন্দ ও কবিতা। এ হলুদ ফুলের মাঠে মাঠে তরুণ তরুণীরা সেলফি তুলছে। চুলের খোপায় এ ফুলও গাতছে এবং তারা এ ফুল শপথে প্রেম বিনিময়ও করছে। এ রঙ্গিন ফুলের সরিষা চাষাবাদ বেশি হয়েছে সিরাজগঞ্জে চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং কামারখন্দ, কাজিপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ সরিষা চাষাবাদও ভালো হয়েছে।

এ সরিষার মধ্যে টরি-৭, বারি-১৪, বীনা-৯, বীনা-১৪ চাষাবাদ করা হয়েছে বেশি। এছাড়া জেলার চরাঞ্চলে ইউরিক অ্যাসিড মুক্ত ক্যলানীয়া জাতের সরিষা চাষ হয়েছে। এ মৌসুমে সরিষা চাষে প্রণোদনা হিসাবে কৃষকদের মাঝে নির্ধারিত হারে বিজ ও সার প্রদান করা হয়েছে। এ বিষয়ে জেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, জেলায় গত বছরের চেয়ে এবার বেশি জমিতে সরিষা চাষ হয়েছে এবং এবার বাম্পার ফলনেরও আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এ সরিষার ফলন বৃদ্ধির লক্ষ্য রঙ্গিন ফুলের সরিষার জমিতে মৌ-বাক্স বসানো হয়েছে। সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত মৌ চাষীরা এ মৌ বাক্স বসিয়েছে। এ মধু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪’শ মেঃ টন। এ মধু সংগ্রহেও লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সরিষা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত