ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ আল ফাহাদ (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা পৌরসভা ৮নং ওয়ার্ডের পিটিআই আদর্শপাড়া মহল্লার মো. এমরান হোসেন বাড়ির পেছনের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা। শিশুটি এই একই মহল্লার মো. এমরান হোসেনের ছোট ছেলে।
এর আগে গত শুক্রবার সকালে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু ফাহাদ। এরপরের দিন শিশুটির পরিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শিশুর স্বজনরা জানায়, শুক্রবার সকালে শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নিজ বসতঘর থেকে রাস্তায় বের হয়। মা-ছেলে ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সেরে বাসার দিকে ফিরে যাওয়ার সময় মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন শিশুটি তার পেছনে নেই। গত ৩ দিন ধরে ভোলার বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসতঘরের পেছনের একটি পরিত্যক্ত পুকুরে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হোসেন পারভেজ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে শিশুটি নিখোঁজ ছিল। এবিষয়ে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল।